Bismillah

Bismillah

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

“ইকরা”এ আপনাকে স্বাগতম

আসসালামু  আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সুপ্রিয় ভিজিটর বন্ধু, “ইক়রা” এ আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জীবনকে আরো সুন্দর করে সাজাতে কে না চায়? কে না চায় তার জ্ঞানের পরিধীকে বাড়াতে? এ জন্য চাই নিয়মিত অধ্যাবসা-পরিশ্রম। সেই সাথে চাই পারস্পারিক সহযোগিত। তাহলে আসুন আমরা ইন্টারনেটের এ যুগে সেই কাজটি করার চেষ্টা করি। আপনিও এখানে আপনার সংগৃহীত জ্ঞান কে শেয়ার করুন। নিজেও উপকৃত হোন অন্যকেও উপকৃত করুন।
আরেকটি কথা, সুপ্রিয় ভাই, আপনারা জানেন, বর্তমান সময়টা আসলে একটা জটিল সময় অতিক্রম করছে। কত শত মতবাদ, আদর্শ, নিত্য-নতুন পথ ও মত আমাদেরকে হাত ছানি দিয়ে চলেছে। কত ধরণের শিরকী , বিদআতী এবং ইসলাম বিরোধী কার্যক্রম আমাদের সমাজকে বিপথে পরিচালিত করছে। অথচ আমাদের তো রয়েছে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত সংবিধান মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমীয় বাণী সহীহ হাদীস। তাহলে কেন আমরা আজ বিভিন্ন পঙ্গিল উপত্যকায় উদভ্রান্তের মত ছুটোছুটি করছি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন: “তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। সে দুটি জিনিসকে দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা কখনই বিপথে যাবেনা। একটি হল, আল্লাহর কিতাব এবং আরেকটি হল আমার সুন্নাত (হাদীস)”
তাহলে আমাদের কী করণীয়? করণীয় একটাই তা হল, আমাদেরকে নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াতের পাশাপাশি তার অর্থ ও ব্যাখ্যা জানার চেষ্টা করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস অধ্যয়ন করে সেগুলো আমাদের বাস্তব জীবনে অনুসরণের চেষ্টা করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দু’আ করি, তিনি যেন আমাকে সহ বিশ্বের মুসলমানদেরকে আবারো কুরআন-সুন্নাহর ছায়া তলে একত্রিত হওয়ার তাওফীক দান করেন। আল্লাহই আমাদের সাহায্যকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)