তারবিহীন বিদ্যুৎ!
ওয়াই-ফাই প্রযুক্তির মতো এবার বিদ্যুৎ সংযোগের তার ছাড়াই ঘরের বাতি জ্বলবে। তারবিহীনভাবে বিদ্যুৎ স্থানান্তরের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি। প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ওয়াই-ফাই রাউটার যেভাবে কাজ করে এ পদ্ধতিটিও সেই একইরকম। ভবিষ্যতে ঘরবাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুৎ ব্যবস্থার প্রচলন শুরু হবে। তিনি জানান, এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুৎ ছড়িয়ে দেয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষেত্র তৈরি করে তার মাধ্যমে বিদ্যুৎ স্থানান্তর করা হয়। ওয়াইট্রিসিটি মূলত একটি বৈদ্যুতিক কয়েল তৈরি করে।এর সঙ্গে পাওয়ার যুক্ত করলে তা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এর কাছাকাছি যদি আরেকটি কয়েল আনা যায় তখন এটি থেকে বৈদ্যুতিক চার্জ উৎপন্ন হয়। কেটি হল দাবি করেন, তারবিহীন বিদ্যুৎ স্থানান্তরের এই পদ্ধতিটি নিরাপদ। তাছাড়া এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিৎসা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগাবে। ইন্টারনেট। - সুত্র: যুগান্তর ডেস্ক প্রকাশ : ৩১ মার্চ, ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন