Bismillah

Bismillah

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

বাংলা বানান ঠিক করুন খুব সহজ পদ্ধতিতে

spellchecker[1]
বাংলা বানান ঠিক করুন খুব সহজ পদ্ধতিতে
বাংলা বানানের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক জটিলতায় ভুগি। কিছু কিছু পোস্ট দেখি যেগুলো পড়তে গেলে হতভম্ব বনে যাই বানানের অবস্থা দেখে। আমি নিজে যে খুব বাংলার পণ্ডিত সেটা বলছি না। নিজেও বানান সমস্যায় ভুগি। কিন্তু আমরা যারা Avro use করে নেটে লেখা-লেখি করি, তারা সহজে লেখাটা ছাড়ার আগে বানানটা চেক করে নিতে পারি খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করে…Avro Spell Checker এর মাধ্যমে।
তার জন্য কী করতে হবে?
হ্যাঁ। সেটাই বলছি। অভ্র কী বোর্ড চালু থাকা অবস্থায় Ctrl+F7 চাপ দিন। তাহলে একটা উইন্ডোজ আসবে। সেখানে আপনার লেখাটা কপি করে পেস্ট করে দিন। তারপর শুধু F7 চাপ দিন অথবা উক্ত উইন্ডোজের উপরের বারে Spell Check? লেখাটির উপর ক্লিক দিন তাহলে আপনার লেখায় কোন শব্দে ভুল থাকলে সেটা লাল রং হয়ে যাবে আর সঠিক শব্দটি তার নিচে প্রদর্শিত হবে। সঠিক শব্দের জন্য একাধিক অপশন দেয়া হবে। আপনি আপনার উদ্দিষ্ট শব্দটি বাছাই করে হাতের ডানে Change All এ ক্লিক দিন। তাহলে আপনার এ লেখাতে এই বানানটি যত জায়গায় ভুল আছে সবগুলোকে অটোমেটিক সংশোধন করে দিবে। এভাবে এগিয়ে যান। সবগুলো বানান ঠিক হয়ে গেলে এবার লেখাটি কপি করে সেটি ফেসবুক, ব্লগ বা ওয়েব সাইটে পেস্ট করে পোস্ট করে দিন। আশা করি, উপকৃত হবেন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)