Bismillah

Bismillah

শনিবার, ১৭ মে, ২০১৪

জেনে নিন কম্পিউটার এর গতি বাড়ানোর কিছু সহজ টিপস



 টিপস . Go to “ Run “ - tree লিখে এন্টার করুন
 টিপস . Go to “ Run“ - prefetch লিখে এন্টার করুন( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন
 টিপস . Go to “ Run“ - temp লিখে এন্টার করুন এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন
টিপস . Go to “ Run“ - %temp% লিখে এন্টার করুন এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন
 টিপস . Go to “ Run“ - sfc লিখে এন্টার করুন
 টিপস . Go to “ Run“ - Recent লিখে এন্টার করুন এখন Recent টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন
 টিপস . প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ ক্লিক করুন আশা করি আপনার কম্পিউটার অনেক গতি বেড়ে যাবে পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী

 টিপস . মাই কম্পিউটার যান এরপর প্রতিটা ড্রাইভ কে defragment করেন. defragment করার জন্য যা যা করতে হবে যে কোনো ড্রাইভ এর উপর রাইট ক্লিক করেন প্রপার্টিজ যান এরপর টুলস ক্লিক করুন এখান থেকে Defragment now ক্লিক করুন এরপর সবগুলো ড্রাইভ defragment করুন. ব্যস হয়ে গেল এখন আপনার কম্পিউটার এর গতি আগের চেয়ে অনেক বেশি পাবেন বলে আশা করি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)