Bismillah

Bismillah

সোমবার, ৯ জুন, ২০১৪

হাদীসের দৃষ্টিতে শবে বরাত সমাধান

                            হাদীসের দৃষ্টিতে শবে  বরাত সমাধান             

                          বইটির সংক্ষিপ্ত পরিচয়:
    • নাম: কুরআন ও হাদীসের দৃষ্টিতে শবে  বরাত সমাধান
    • লেখক: শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম
    • ডাইরেক্টর, শিক্ষা ও দাওয়াহ বিভাগ, রিভাইভ্যাল ওব ইসলামিক হেরিটেজ সোসাইটি, কুয়েত, বাংলাদেশ অফিস
    • প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, ঢাকা

বইটিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হলো :
  • শবে বরাতের শাব্দিক তৎত্পর্য
  • শারী’আতে ইসলামিয়াহর এই রাতের ভিত্তি
  • অর্ধ শাবানের রাতের ফযীলতের উপর পর্যালোচনা
  • শবে বরাতের ইবাদাত কিভাবে চালু হয়?
  • সংশয় ও তার নিরসন
  • অর্ধ শাবানের রাতে প্রচলিত বিদআত প্রভৃতি।
  • এ মূল্যবান বইটি বাজার থেকে ক্রয় করুন এবং অন্যকে উপহার দিন। জাযাকুমুল্লাহু খায়ের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)