Bismillah

Bismillah

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

যেভাবে নিজেই দূর করবেন কিডনির পাথর


যেভাবে নিজেই দূর করবেন কিডনির পাথর


10435832_10153460003733975_1666519678198677325_n
আমাদের শরীরের বিভিন্ন অংশের জীবাণু অথবা বাইরে থেকে আসা ধুলাবালু ইত্যাদি রক্তের মাধ্যমে কিডনিতে এসে পৌঁছায়। এরপর কিডনি থেকে তা মূত্রের মাধ্যমে বের হয়ে য়ায়। কিন্তু এসব ধুলাবালুর পরিমাণ যদি হয় অনেক বেশি, তা হলে কিছু কিছু ধুলাবালু কিডনির সূè ছিদ্রপথগুলো বন্ধ করে দেয়। দেখা দেয় তখন দেহে নানা জটিলতা। এসব ধুলাবালু ও জীবাণু ক্যালসিয়াম অক্সালেট ও ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তরিত হয়ে কিডনিতেই জমতে শুরু করে। এগুলোই হলো পাথর। ক্রমান্বয়ে এগুলো আকারে আরো বড় হতে থাকে। পরে কিডনি থেকে আর বের হতে পারে না। তাই বিভিন্ন জীবাণু ও ধুলাবালু যাতে কিডনিতে জমতে না পারে সেজন্য আগে থেকেই সতর্ক হওয়া উচিত। দিনে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। কারণ পানি কিডনি থেকে ধুলাবালু সহজেই বের করে দিতে পারে। তখন আর পাথর জমার সম্ভাবনা থাকে না। ইন্টারনেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)