Bismillah

Bismillah

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

জেনে নিন , পিত্তথলির ক্যানসার সম্পর্কে !

জেনে নিন , পিত্তথলির ক্যানসার সম্পর্কে !
স্বাস্থ্য ডেস্ক : পিত্তথলির ক্যানসার আমাদের দেশে কদাচিৎ দেখা যায়। বিশেষ করে বয়স্ক ও ফর্সা মহিলারা বেশি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। শতকরা ৭৫ ভাগ ক্ষেত্রে ক্যানসারের সাথে পিত্তথলিতে পানি থাকে। ক্রনিক কলিসিস্টাইসের রোগীদের পিত্তথলির ক্যানসার বেশি হয়। যাদের পিত্তথলিতে ক্রনিক টাইফয়েড থাকে, তাদের ক্যানসারের হার সাধারনের চেয়ে ১৬৭ গুন বেশি।
ক্যানসার পিত্তথলির দেয়াল থেকে তৈরি হয়ে পুরো থলিটিই ভরে যায়। পিত্তথলির রক্ত সরবরাহ অত্যাধিক হওয়ার ফলে এর ক্যানসার খুব দ্রুত শরীরের সবখানে ছড়িয়ে পড়ে। এটি পিত্তনালীতে ছড়িয়ে পড়ে পিত্তরসের প্রবাহ বন্ধ করে দিতে পারে। তখন রোগীর জন্ডিস দেখা দেয়। তা ছাড়া লিভার, খাদ্যনালী ও লিম্ফনোডে ছড়িয়ে পড়ে। রোগ ধরা পড়ার সময়ই অর্ধেক রোগীর শরীরে ক্যানসার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
পিত্তথলির ক্যানসারে পেটের ডান দিকে ব্যথা থাকে। পেটের ডান দিকে চাকা দেখা দেয়। কখনো কখনো পিত্তথলির পাথর অপারেশনের সময় ঘটনাক্রমে ক্যানসার ধরা পড়তে পারে।
পরীক্ষা-নিরীক্ষা
আল্ট্রাসনোগ্রাম করলে পিত্তথলিতে টিউমার দেখা যায়। কখনো কখনো টিউমার এত বড় থাকে যে পিত্তথলির কোন আকৃতিই থাকেনা। সিটিস্ক্যান করে টিউমার ধরা পড়ে। পিত্তনালী বন্ধ হয়ে গেলে রক্তে অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো পরীক্ষা গুলো করানো হয়।
চিকিৎসা ও পরিনাম
পিত্তথলির ক্যানসার কোন চিকিৎসাই তেমন একটা ফলপ্রসূ হয়না। এ ধরনের রোগীরা গড়ে তিনমাস বেঁচে থাকে। মাত্র ১৮ শতাংশ রোগী এক বছর বাঁচতে পারে। শুধু পাথর অপারেশনের সময় যেসব রোগীর পিত্তথলিতে ক্যানসার ধরা পড়ে, তারাই বেশি দিন বাঁচতে পারে। কারণ তখন প্রাথমিক অবস্থাতেই পিত্তথলি ফেলে দেয়া হয়। তা ছাড়া ক্যানসারে আক্রান্ত পিত্তথলি ও লিভারের অংশ বিশেষও অপারেশন করে ফেলে দেয়া হয়। পিত্তথলির ক্যানসার প্রতিরোধ করার জন্য পিত্তথলিতে পাথর হলে পিত্তথলি কেটে ফেলে দেয়াই যুক্তিসঙ্গত।
সুত্র: ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)