খুবই চমৎকার একটি আধুনিক আন্তর্জাতিক মানের নামাজের সময় সূচী সফটওয়ার, ফ্রান্সের একজন মুসলিম আইটি বিশেষজ্ঞ নির্মাণ করেছেন, যাহা আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের মসজিদে অনেক বড় বড় স্কীনে ও বাসা বাড়ীতে শোভা পাচ্ছে, যেমন ইউরোপ আমেরিকা কানাডা সাউথ আফ্রিকা ফ্রান্স লন্ডন ইতালি বেলজিয়াম জার্মানি স্প্যান নেদারল্যান্ড পর্তুগাল অস্ট্রিয়া সেনেগাল আলজেরিয়া মরক্কো তুনিসিয়া উমান ইন্দোনেশিয়া ভারত সহ অসংখ্য দেশে খুবই কম সময়ে এই সফ্টয়ার জনপ্রিয় হয়ে উঠেছে, বাংলাদেশে সম্ভবত এই সফ্টয়ারের ব্যপারে এখনো জানাজানি হয় নাই তাই আশা করব আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে হলেও কিছু মহান ব্যক্তিদের নজরে আসবে এবং ইহা ব্যবহারে খুবই ভাল লাগবে। ইহার সেটিংগে অটো ছাড়াও অনেক সিস্টেম আছে ম্যানোয়েলে বৎসরের স্থায়ী ক্যালেন্ডার আপনার মন মত এডিট করে রাখতে পারবেন CSV সিস্টেমে, কম্পিউটার ছাড়াও Raspberry Pi 3 B+ এই ছোট্র মডেমের মাধ্যমে মনিটারে কানেকশন করে অনলাইন অফলাইনে চালু রাখা যাবে এই মডেমের দাম ৪৫ থেকে ৬০ ইউরো হবে, অনলাইনে কিনতে পারেন অন্যতায় ইন্টারনেট সংযোগসহ একটি পিসি সবসময় এই সিস্টেম চালু রাখার জন্য ব্যাস্থ রাখতে হবে। ফ্রান্সে প্রায় ৮০/৯০% মসজিদে এই সিস্টেম চালু আছে।
আপনার মসজিদ অথবা ঘরের নামাজের সময় সূচী মোবাইলে দেখতে পারবেন এবং সিস্টেম কন্ট্রোল অপারেটিং ইডিটিং আপনার হাতের মোবাইল দিয়েও করতে পারেন।
Mawqit
এই সফ্টয়ারের লিংক গুলো যথা ক্রমে দেওয়া হল।
মেইন পেইজ লিংক:- এখানে সব কিছুরই ব্যাখ্যা পাওয়া যাবে।
https://mawaqit.net/
ইউটুব লিংক:- যাহাতে সিস্টেমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
https://www.youtube.com/channel/UCK0bHMvAlVL8NvyofiMulUw/videos
মডেম কিনার জন্য Raspberry Pi 3 B+ লিখে Amazon, eBay Aliexpress অথবা আপনার পছন্দমত অনলাইন ওয়েবসাইটে সার্চ করলেই সহজে পাইয়া যাবেন ইনশা-আল্লাহ।
এই লিংকে প্যারিস এবং আসপাশের এ্যারিয়ার PARIS 12° UOIF অধিকাংশ মসজিদে এই সময় অনুযায়ী নামাজের সময় সুচী অনুসরন করা হয় ম্যানোয়েলে সেটিংস করতে পারেন এডিট করে এই সফ্টয়ারের সাথে মানানসই করে সঠিক সময়ের ক্যালেন্ডার CSV তৈরি করা হয়েছে, এই CSV ফরমাটে যে কোন দেশের ক্যালেন্ডার এডিট করে তৈয়ার করতে পারেন।
Horaires des Prières de PARIS 12° UOIF (Paris et Île-de-France Le calendrier que nous suivons dans la mosquée ) Pour Mawaqit Permanent Calendrier CSV Lien de téléchargement:- http://www.mediafire.com/file/sina5gu8v4cxv9o/Horaires+des+Pri%C3%A8res+de+PARIS+12%C2%B0+UOIF+Pour+Mawaqit+Permanent+Calendrier+CSV.rar
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন