Bismillah

Bismillah

বুধবার, ১৮ মার্চ, ২০২০

চমৎকার একটি নামাজের টাইম সিস্টেম মসজিদ ও ঘরের জন্য।

চমৎকার একটি নামাজের টাইম সিস্টেম মসজিদ ও ঘরের জন্য। ফ্রান্সের এক জন আইটি বিশেষজ্ঞ এই সফ্টয়ার বানিয়েছেন; ফ্রান্সের প্রায় ৯০% শতাংশ মসজিদে এই সিস্টেম চালু আছে এবং ইউরুপ আমেরিকা কানাডা যুক্তরাজ্য আফরিকা আরব দেশ ও এশিয়ার অনেক মসজিদে এই সিস্টেম চালু হয়েছে তবে বাংলাদেশে এখনো এই সিস্টেম কোন মসজিদে আথবা ঘরে কেহ চালু করেছেন বলে জানিনা, ইহা চালু করতে একটি রাস্পবারী মডেম ও একটি এল ই ডি টিভি লাগে। ইহাতে অনেক সিস্টেম আছে এই সফ্টয়ারটি সোনার চেয়ে ও দামী আমি মনে করি তবে সম্পুর্ণ ফ্রীতে এই সফ্টয়ার ডাউনলোড করা যায়। এই সফ্টয়ার এবং ইউটুবের লিংক দিলাম। চাইলে চেষ্টা করে দেখতে পারেন।

https://mawaqit.net/fr/










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)