Bismillah

Bismillah

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

রক্তচাপ ১২০/৮০ অতিক্রম করলে সাবধান!



রক্তচাপ ১২০/৮০ অতিক্রম করলে সাবধান!

                           
রক্তচাপের সঙ্গে স্ট্রোকের সম্পর্ক নিয়ে বহু গবেষণা পরিচালিত হয়েছে। গুরুত্বপূর্ণ গবেষণাগুলো থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর চীনের বিশেষজ্ঞ গবেষকরা নতুন এক তথ্য দিয়েছেন। একই সঙ্গে সতর্কবাণী উচ্চারণ করেছেন তারা। স্বাভাবিক রক্তচাপের সবচেয়ে গ্রহণযোগ্য ও আদর্শ মানদণ্ড ধরা হয় ডায়াস্টোলিকে ৮০ ও সিস্টোলিকে ১২০ মাত্রাকে। কিন্তু, কোন ব্যক্তির রক্তচাপ যদি ১২০/৮০ মাত্রাকে ছাড়িয়ে যায়, তার স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়তে শুরু করে। এ মানদণ্ডের ওপর ১৪০/৯০ পর্যন্ত মাত্রাকে বলা হয় উচ্চ রক্তচাপপূর্ব চাপ বা প্রি-হাই ব্লাড প্রেসার। ১৪০/৯০ এর ওপর যে কোন রক্তচাপকে বলা হয় হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি অর্থাৎ প্রি-হাই ব্লাড প্রেসার পর্যায়ে রয়েছেন, তাদের জন্য এ গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, এ পর্যায়ে সফল চিকিৎসার মাধ্যমে বহু মানুষের স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। চীনের গুয়াংঝোউ অঞ্চলের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির এক গবেষক ডিংলি এমন আশাবাদ ব্যক্ত করেছেন। ১৯টি গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য-উপাত্ত এবং গবেষণাগুলোতে অংশগ্রহণকারী ৭ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের তুলনামূলক পর্যালোচনা নিয়ে বিশ্লেষণ করা হয়। তাদের মধ্যে একটি বড় অংশ স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। উচ্চ রক্তচাপপূর্ব অবস্থায় যারা রয়েছেন, তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬৬ শতাংশ। যাদের রক্তচাপ ১৩০/৮৫ অর্থাৎ স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি, তাদেরও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি, তাদের ৯৫ শতাংশের ক্ষেত্রেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। উচ্চ রক্তচাপপূর্ব পর্যায়টি কাটিয়ে উঠতে নিশ্চিন্ত থাকা ও ইতিবাচক চিন্তা করা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামের ওপর জোর দিচ্ছেন গবেষকরা।
মানবজমিন ডেস্ক | ১৪ মার্চ ২০১৪, শুক্রবার, ২:৫২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)