Bismillah

Bismillah

শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪

বাংলাদেশী হাফেজে কুরআনের বিশ্ব জ্বয় !


বাংলাদেশী হাফেজে কুরআনের বিশ্ব জয় ! 

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ নাজমুস সাকিবের পর এবার বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া প্রথম(সনদ) পুরঙ্কার অর্জন করেছে আলহামদুলিল্লাহ্‌ । মিশরে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের ক্ষুদে হাফেজরা অংশগ্রহণ করে ।  সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশী হাফেজ ঢাকার যাত্রাবাড়ি তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র মুহাম্মদ  জাকারিয়া। তার এই সফলতা বাংলাদেশের জন্য বিরাট একটি অর্জন বলে মনে করেন বিশিষ্টজনরা। আল্লাহ তার ইলম আমলে বরকত দান করুক । হক্বানি আলিমদের অনুসরণে জীবন গড়ার তৌফিক্ব দিক ।   

#ছবিতে মিশরের বিশিষ্টজনদের সাথে বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও তার শিক্ষক আন্তর্জাতিক ক্বারি হাফেজ মাওলানা নাজমুল হাসান ।

বাংলাদেশী হাফেজে কুরআনের বিশ্ব জয় !
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ নাজমুস সাকিবের পর এবার বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া প্রথম(সনদ) পুরঙ্কার অর্জন করেছে আলহামদুলিল্লাহ্‌ । মিশরে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের ক্ষুদে হাফেজরা অংশগ্রহণ করে । সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশী হাফেজ ঢাকার যাত্রাবাড়ি তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র মুহাম্মদ জাকারিয়া। তার এই সফলতা বাংলাদেশের জন্য বিরাট একটি অর্জন বলে মনে করেন বিশিষ্টজনরা। আল্লাহ তার ইলম আমলে বরকত দান করুক । হক্বানি আলিমদের অনুসরণে জীবন গড়ার তৌফিক্ব দিক ।
‪#‎ছবিতে‬ মিশরের বিশিষ্টজনদের সাথে বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও তার শিক্ষক আন্তর্জাতিক ক্বারি হাফেজ মাওলানা নাজমুল হাসান ।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)