Bismillah

Bismillah

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

আল কুরআন শিখার বাংলা সফটওয়্যার

LEARN QURAN VIA BANGLA SOFTWARE


আচ্ছালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহু। 
সুপ্রিয় বন্ধুগন, আশা করছি আল্লাহ্‌র অশেষ রহমতে ভালোই আছেন। আমি ও ভালো আছি। আমরা মুসলিম জাতি। কুরআন আমাদের সংবিধান।এই কুরআনেই আছে বিশ্ব মানবতার মুক্তি, এই কুরআনেই দেখানো আছে আখিরাতের শান্তির পথ। কিন্তু আফসোসের বিষয় আমরা অনেকেই এই কুরআন পড়তেই পারি না।পারি না এটা লজ্জার বিষয় না। কিন্তু শিখার ইচ্ছে না থাকাটা লজ্জার।
যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরআন শিখার একটি সফটওয়্যার। এই সফটওয়্যার টিতে সব কিছু বাংলায় প্রোগ্রাম করা আছে। যেই কারনে আপনাদের জন্য অনেক বেশী সহায়ক হবে । 
সফটওয়্যারটির নাম "বাংলায় কুরআন শিক্ষা"। আমি কিছু স্ক্রিনসট দিচ্ছি, যেগুলো দেখলে আপনি নিজেই বুজতে পারবেন কত সহজে সব কিছু করা আছে।
এটা হোম। অর্থাৎ সব মেন্যু এখান থেকে দেখা যাবে এবং যাওয়া যাবে। এখানেই আপনারা দেখছেন যে কি কি আছে, তাও আমি আরও কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম।

 এখানে প্রত্যেক টা হরফে ক্লিক করলেই আপনাকে উচ্চারন করে শুনাবে। 


শিখার সুবিধার্থে এখানে উচ্চারনের স্থান দেখানো হয়েছে। কোন হরফ কণ্ঠের কোন জায়গা থেকে উচ্চারন করতে হবে টা এখানে ছবি সহ দেখানো হয়েছে।

এখানে যুক্ত হরফগুলোর উচ্চারন দেওয়া আছে। আপনি প্রত্যেকটা বর্ণের উপর ক্লিক করলেই উচ্চারন করে শুনাবে।
এছাড়াও সূরা কুরাইশ থেকে সূরা ফাতিহা পর্যন্ত সুরাগুলোর আরবি, বাংলা এবং উচ্চারন দেওয়া আছে।
 এতক্ষণ তো বর্ণনায় দিলাম। এখন হল ডাউনলোডের পালা। নিচের লিঙ্ক থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন।


আশা করছি যারা কুরআন পরতে পারেন না তাদের  আশার আলো দেখাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। আর এই পোস্তটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ্‌ আপনাদের সবার মঙ্গল করুক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ্‌ হাফেয। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)