DOWNLOAD BANGLA HADITH SOFTWARE-ALL HADITH BOOK IN ONE SOFTWARE.
আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ্র রহমতে ভালোই আছেন আশা করছি। আপনারা ভালো থাকেন, এটাই সবসময় কামনা করি। ইসলামে দাঙ্গাবাজির কোন সুযোগ নেই। তাও যারা ইসলামের নামে দাঙ্গাবাজি চালায়, তাদের জন্য আল্লাহ্র কাছে হেদায়েত কামনা করছি। খুব ই খারাপ লাগে যখন দেখি কেউ এসব কাজ করে ইসলামের গায়ে কালি মাখাচ্ছে।যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। সফটওয়্যারটির নাম হচ্ছে “বাংলা হাদিস সফটওয়্যার”। অসাধারন এই সফটওয়্যারটি বাংলা হাদিসের একটা ডাটাবেস।এই ডাটাবেস এ আপনি পাবেন, সহিহ বুখারি, সহিহ মুসলিম, ইবন মাজাহ, জামি-আত-তিরমিজি, সুনানে নাসায়ে, আবু দাউদ, মুত্তাহ মালিক, মুসনাদে আহমেদ, ইমাম নাওাওি এর ৪০ হাদিস, সাহিহ হাদিস কুদসি, রিয়াদ উস সালেহীন, বুলুগুল মারাম, আল-আদবাউল মুফরাদ, দাইফ এবং জাল হাদিস সিরিজ, শামাইল মুহাম্মাদিয়া, হিসনুল মুসলিম। এই হাদিস গ্রন্থ গুলোর সব হাদিস। এবং প্রত্যেকটা হাদিসের বাংলা, আরবি এবং ইংলিশ অনুবাদ দেওয়া আছে। সব গুলো হাদিস ইউনিকোড ফরম্যাটে করা আছে। আপনি চাইলেই যেকোনো হাদিস কপি করে ফেসবুক, টুইটার অথবা যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। সফটওয়্যার টির সাইজ মাত্র ৫৭ এমবি।
এখানে আপনারা দেখতে পারছেন যে কোন কোন হাদিস গ্রন্থের হাদিস দেওয়া আছে। এটা সূচি। আপনি এখান থেকেই সব হাদিস ব্রাউজ করতে পারবেন।
হাদিস গ্রন্থের নামের উপর ক্লিক করলে অই গ্রন্থের সংগ্রাহক, হাদিস সংকলনের
এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন