Bismillah

Bismillah

শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

পেটব্যথা বা পেটফাঁপা হলে

হেলথ টিপস : পেটব্যথা বা পেটফাঁপা হলে


 হেলথ টিপস













হঠাৎ করে অনেকেরই পেটব্যথা করে বা পেট ফেঁপে ওঠে। হাতের কাছে হয়তো এন্টাসিড জাতীয় কোনো ওষুধও থাকে না। তখন এক কাপ গরম পানির মধ্যে এক চা চামচ জিরার গুঁড়ো ছেড়ে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর চামচ দিয়ে নেড়ে জিরার গুঁড়োসহ সবটুকু পানি পান করতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেটফাঁপা চলে যাবে ও পেটব্যথা সেরে যাবেজিরার গুঁড়া না থাকলে আস্ত জিরাও ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে জিরার পরিমাণ হতে হবে এক টেবিল চামচ ও পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। তারপর শুধু পানিটুকু পান করে নিলেই চলবে। ইন্টারনেট।






















একদিন একটি ছেলে তার মা' কাছে গিয়ে একটা বিল জমা দিল...
মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন... ছেলে লিখেছেঃ
. গাছে পানি দেয়াঃ ১০ টাকা
. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা
. ছোটভাইকে কোলে রাখাঃ ৪০টাকা
. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা
. পরীক্ষায় ভালো রেজাল্টকরাঃ ৫০টাকা
. মশারী টানানোঃ টাকা
...
মোটঃ ১৪০ টাকা!!



মা বিলটা পড়ে মুচকি হাসলেন...
তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণbতাকিয়ে রইলেন...
তার চোখে পানি চলে আসছে...তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন..






. তোমাকে ১০মাসপেটে ধারনঃ বিনা পয়সায়
. তোমাকে দুগ্ধপানকরানোঃ বিনা পয়সায়
. তোমার জন্য রাতের পর রাতজেগে থাকাঃ বিনা পয়সায়
. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়াকরা, সেবা করা,
ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃ বিনা পয়সায়
. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়
.তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়
. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃবিনা পয়সায়
. তোমার কাথা ধোওয়া, শুকানো,বদলে দেওয়াঃ বিনা পয়সায়
.তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়
১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন বিনা পয়সায়
অতঃপর সন্তান তার মার হাত থেকে বিল টা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল...
''
বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়''

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিন্ট পি ডি এফ

Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF
“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়” (সূরা নাহলঃ১২৫)